এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচিত হবে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়ের পারফরম্যান্স। অর্থাৎ একজন ফুটবলারের এই সময়কালীন পারফরম্যান্সকেই শুধু ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এ পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। যে কারণে চলতি মৌসুম কে কীভাবে শুরু করেছেন, তা একেবারেই বিবেচ্য হবে না।
এরপরও অবশ্য কিন্তু আছে! যেহেতু ব্যালন ডি’অরে ভোট একটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক, সে ক্ষেত্রে রদ্রির চোট এবং বেলিংহামের ছন্দহীনতার বিপরীতে ভিনিসিয়ুসের বর্তমান পারফরম্যান্স নিশ্চিতভাবেই তাঁকে ভোট আদায়ে এগিয়ে রাখবে। গত মৌসুমের পারফরম্যান্স মূল্যায়ন করলেও ভিনিসিয়ুস ছিলেন রীতিমতো অনবদ্য।