কাজাখস্তানে বিধ্বস্ত হওয়ার আগে যাত্রীবাহী ‘এমব্রেয়ার ১৯০’ উড়োজাহাজটি রুট পরিবর্তন করেছিল। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় উড়োজাহাজটি রুট পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়ে। বুধবার (২৫ ডিসেম্বর) রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।
আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনির উদ্দেশে যাত্রা করেছিল ‘এমব্রেয়ার ১৯০’। ফিরে যাওয়ার পথে কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় এটি।
দেশটির পতাকাবাহী আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে তেল ও গ্যাসের কেন্দ্র আকতাউ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ‘এমব্রেয়ার ১৯০ জরুরি অবতরণ করেছিল। এ সময় এটি বিধ্বস্ত হয়।
দেশটির জরুরী মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তথ্য অনুসারে, ‘সবাই বেঁচে আছেন।’
কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটি থেকে এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে জরুরি পরিষেবাগুলো।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন।
তবে কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।