Homeদেশের গণমাধ্যমেযুব মহিলালীগ নেত্রী সাইফা রহমান রিমান্ডে 

যুব মহিলালীগ নেত্রী সাইফা রহমান রিমান্ডে 


বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় লালবাগ থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাইফা রহমান মীমকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি স্কুলের সামনে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জাহাঙ্গীর আলম (৩৮)। দুপুর ২টার দিকে আসামিদের হামলায় তার দুই পা, বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় গত বছরের ৮ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা থানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে মোট ৩৭ জনের নামে একটা হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় মীম এজাহারনামীয় ৩৫ নাম্বার আসামি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত