Homeদেশের গণমাধ্যমে‘যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে’ | কালবেলা

‘যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে’ | কালবেলা


বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার সন্ত্রাসী কার্যক্রমের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। ছাত্রলীগের চেয়ে বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে যুবলীগ ও আওয়ামী লীগ। যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) নগরীর লালদিঘীর মাঠে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও পার্বত্য অঞ্চলে নৈরাজ্যবাদ প্রতিরোধ, শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের জের ধরে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর ছিলেন প্রতিশোধপরায়ণ। দেশে ফিরে তিনি প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি করেছেন। দেশ ও জাতির পাশাপাশি আওয়ামী লীগের ওপরও তিনি প্রতিশোধ নিয়েছেন।

মামুনুল হক বলেন, দেশে অনেক স্বৈরাচার ও সরকার প্রধানকে বিদায় নিতে হয়েছে কিন্তু কেউ নেতাকর্মীদের ফেলে রেখে পালিয়ে যাননি। শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না, অথচ তাকে পালাতে হয়েছে।

তিনি বলেন, আমরা চাই সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে ফিরতে না পারে। সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন। ইসলামিক দলগুলোসহ সব দল সর্বোচ্চ সহযোগিতা করবে সরকারকে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসনাত জালালী, আবু সাঈদ নোমান প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত