Homeদেশের গণমাধ্যমেযুবদল নেতা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ ৩ দিনের রিমান্ডে

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ ৩ দিনের রিমান্ডে


অন্যদিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রাজধানীর নয়াপল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন যুবদলের নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৭০৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রদলের সাবেক সদস্য মো. আব্বাস আলী বাদী হয়ে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর এই হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২৮ অক্টোবর দুপুরের দিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ অন্য আসামিরা পল্টনের হোটেল লিভিংয়ের সামনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেন। তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ওপর গুলি, বোমা, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়তে থাকেন। শামীম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত