রাজধানীর চকবাজার থানা যুবদলের আহ্বায়ক শাহ আলমের (লাকি) বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছে পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ীরা। একইসাথে চাঁদা দিতে ওই নেতার কাছ থেকে প্রতিনিয়ত হুমকি পাওয়ার অভিযোগও করেছেন এই এলাকার ব্যবসায়ীরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি লিমিটেড এবং কাঁচাবাজার দোকান মালিক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, পুরাতন ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত একটি শত বছরের পুরাতন বাজারের নাম মৌলভীবাজার। এই বাজারটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর গড়ে উঠেছে। আমরা যুগ যুগ ধরে বংশপরম্পরায় ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছি।
তিনি বলেন, বিগত সরকারের শেষ সময়ে এসে ব্যক্তি মালিকানাধীন এই বাজারটি ইজারা দিয়েছে উল্লেখ করে তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে এবং আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী ৩১নং ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর শেখ মো. আলমগীরের নেতৃত্বে দলটির সন্ত্রাসীরা দোকানদারদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করতে থাকে। এই বিষয়ে আমরা দোকানদার সমিতি প্রতিবাদ করলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০২৪ সালে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলে আমরা মৌলভীবাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজ মুক্ত হই।
তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবিকে দিয়ে চকবাজার থানার যুব দলের আহ্বায়ক শাহ আলমকে খাস আদায়ের নামে চাঁদা আদায় জন্য অনুমতি প্রদান করেছে বলে জানতে পারি। এই বেআইনি কর্মকাণ্ডের জন্য আমরা দোকানদার সমিতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের বরাবর আবেদন করি এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার ফারাবির সাথে দেখা করে জানাই যে বাজারটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ওপর গড়ে উঠেছে। সম্পত্তি সংক্রান্ত- সি.এস.- এস.এ., আর.এস. এবং ঢাকা সিটি জরিপ খতিয়ানে আমাদের মালিকদের নাম উল্লেখ করা আছে।
রফিকুল ইসলাম বলেন, বাজারটি সিটি করপোরেশনের মালিকানাধীন না হওয়া সত্ত্বেও স্থানীয় যুবদলের নেতা চকবাজার থানা আহ্বায়ক শাহ আলম (লাকি) সিটি করপোরেশনের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশে আমাদের দোকানদারদের কাছ থেকে খাস আদায়ের নামে বেআইনিভাবে চাঁদা আদায়ের জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ সময় মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন, সহ-সভাপতি রব্বানী, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।