Homeদেশের গণমাধ্যমেযুদ্ধবিরতির আলোচনার উদ্যোগের মধ্যে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৫

যুদ্ধবিরতির আলোচনার উদ্যোগের মধ্যে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৫


গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থগিত হয়ে থাকা যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করার প্রস্তুতির মধ্যে এই হামলা হলো। যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছেন উচ্চপর্যায়ের আলোচকরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার মধ্য গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা। দেইর আল-বালাহ থেকে আল জাজিরার তারেক আবু আজ্জুম জানিয়েছেন, আরেকটি রক্তাক্ত দিন গেলো। এর আগে ২৪ ঘণ্টায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হন এবং ইসরায়েলি বিমান হামলার সংখ্যা ছিল ৩৪।

দেইর আল-বালাহ থেকে গুলির শব্দ ইসরায়েলি স্থলবাহিনীর সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। ওই এলাকায় হামাস একটি ইসরায়েলি ট্যাংকের ওপর আক্রমণ চালানোর পর এই সংঘর্ষ শুরু হয়।

ইসরায়েলি যুদ্ধবিমান গাজার কেন্দ্রস্থলে একাধিক ভবন ধ্বংস করেছে। এ সময় আজ-জাওয়াইদায় নিজ বাড়িতে সাংবাদিক ওমর আল-দিরাউই নিহত হন। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় সাংবাদিক হিসেবে তিনি প্রাণ হারান। এর আগে, আলোকচিত্রী হাসান আল-কিশাওয়ি ইসরায়েলি হামলায় নিহত হন বলে নিশ্চিত করা হয়।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ১৫ মাস ধরে চলমান যুদ্ধে গাজায় এ পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ২০২ জনে দাঁড়িয়েছে।

এদিকে, ইসরায়েল উত্তর গাজায় নতুন করে সামরিক অভিযান চালাচ্ছে। দেইর আল-বালাহ থেকে আবু আজ্জুম জানান, ইসরায়েলি বাহিনী বেইত লাহিয়ার ইন্দোনেশীয় হাসপাতাল দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে।

শুক্রবার সকালে ইসরায়েলেও হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরোধ করে। এ ঘটনায় জেরুজালেম ও মধ্য ইসরায়েলে সাইরেন বাজানো হয়।

হামলা চলমান থাকলেও শুক্রবার যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মোসাদ, শিন বেট ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের একটি দল কাতারে আলোচনা চালিয়ে যেতে অনুমোদন পেয়েছে।

ইস্তাম্বুলের জাইম বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও বৈশ্বিক সম্পর্ক কেন্দ্রের পরিচালক সামি আল-আরিয়ান বলেছেন, হামাস তাদের একটি প্রধান শর্ত—গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার—পুনর্বিবেচনা করতে পারে। তিনি বলেন, মধ্যস্থতাকারী কাতার ও মিসরের পক্ষ থেকে এই শর্তে নমনীয় হওয়ার জন্য প্রচুর চাপ রয়েছে।

তবে তেল আবিবের রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেন, যুদ্ধবিরতির আলোচনায় কোনও আশার আলো দেখছি না। উভয় পক্ষের ওপর যথেষ্ট আন্তর্জাতিক চাপ নেই।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র মাসের পর মাস ধরে একটি দীর্ঘস্থায়ী চুক্তি নিশ্চিত করতে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।

২০২৫ সালের জানুয়ারির প্রথম তিন দিনে নিহতের সংখ্যা নিয়ে গাজার মৃত্যুর পরিসংখ্যান দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজারে। ইসরায়েলি হামলা গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং ২৩ লাখ মানুষের ৯০ শতাংশই একাধিকবার ঘরছাড়া হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। বর্তমানে গাজায় প্রায় ১০০ জন জিম্মি রয়েছেন, তবে তাদের এক-তৃতীয়াংশের বেশি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত