Homeদেশের গণমাধ্যমেযুক্ত থাকা নূহা ও নাবা এখন আলাদা, ৩২ মাস পর বাড়ির পথে

যুক্ত থাকা নূহা ও নাবা এখন আলাদা, ৩২ মাস পর বাড়ির পথে


নাফিসা আলিয়া নূহা আর নাফিয়া আলিয়া নাবা প্রজাপতির মতো ঝালর লাগানো একই রকমের হলুদ জামা পরেছে। পায়ে গোলাপি জুতা, হাঁটলে তাতে লাইট জ্বলে।

১৪ দিন বয়স থেকে তারা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। শুরুতে ওয়ার্ডে, পরে ৬১৮ নম্বর ভিআইপি কেবিনে বেড়ে উঠেছে তারা। এখানেই হাঁটতে শিখেছে। কথাও বলতে শিখেছে। তারা এই কেবিনকেই ‘নিজেদের বাড়ি’ মনে করত।

আজ সোমবার ২ বছর ৭ মাস ২২ দিন বয়সে নূহা-নাবা হাসপাতালের ‘বাড়ি’ ছেড়ে কুড়িগ্রামে নিজেদের বাড়ি ফিরছে। নূহা ও নাবার জন্ম হয় মেরুদণ্ড জোড়া লাগানো অবস্থায়। শরীরের পেছন ও নিচের দিকে থেকে যুক্ত ছিল তারা। দুজনের পায়খানার পথও এক ছিল। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এদের বলা হয় ‘কনজয়েন্ট টুইন পিগোপেগাস’। এ ধরনের জোড়া শিশু অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা দেশে এই প্রথম বলেই বলছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত