পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা ৫৫ বছর বয়সী অ্যান একজন হিসাবরক্ষক। অ্যান জানালেন, উৎসব উপলক্ষে কোনো আয়োজনে যদি রাজনীতি নিয়ে আলোচনা শুরু হয়, তাহলে তাঁর পরিবার ওই আয়োজন থেকে চলে আসবে বলে পরিবারের অন্য সদস্যদের জানিয়ে দিয়েছেন। কেননা, অ্যান ও তাঁর কাছের স্বজনেরা ডেমোক্র্যাট। তবে অন্যদের মধ্যে ট্রাম্প, অর্থাৎ রিপাবলিকানদের সমর্থক রয়েছেন।
অ্যান আরও জানালেন, তাঁদের পারিবারিক আয়োজনে রাজনীতি নিয়ে আলোচনা হতো না। ২০১৬ সাল থেকে পারিবারিকভাবে তাঁরা সিদ্ধান্ত নেন, কোনো আয়োজনে রাজনৈতিক কথা–বার্তা হবে না। তবে এবার থ্যাংকস গিভিং ডেতে এর ব্যত্যয় ঘটেছে। এবার থ্যাংকস গিভিং ডে উপলক্ষে পারিবারিক আয়োজনে রাজনীতি ও ট্রাম্পকে নিয়ে আলোচনা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানান অ্যান।
অ্যান বলেন, ‘আলোচনায় আমার ক্ষুব্ধ হওয়ার বিষয়টি বুঝতে পারে আমার বোন। এটা দেখে সে অন্যদের আলোচনার বিষয় বদলাতে বলে। সবাইকে বলে, রাজনীতি ও ধর্ম নিয়ে আলোচনা না করি।’