Homeদেশের গণমাধ্যমেযুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসীদের ফেরত নেবে ভারত: জয়শঙ্কর

যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসীদের ফেরত নেবে ভারত: জয়শঙ্কর


সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, অবৈধ অভিবাসীদের বিষয়ে ভারতের ভূমিকা অপরিবর্তিত। ভারত বারবার জানিয়ে এসেছে, অবৈধভাবে কেউ কোনো দেশে গেলে এবং ভারতীয় বলে চিহ্নিত হলে, তাঁকে ফেরত নেওয়ার বিষয়টি ভারত সব সময় খোলামনে বিবেচনা করে আসছে।

জয়শঙ্কর আরও বলেন, এটা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যা হচ্ছে, তা নতুন কিছু নয়। এ বিষয়ে ভারতের অবস্থান নীতিগত এবং এই মনোভাব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তিনি জানিয়ে দিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে কিছু হলে তার মধ্যে আরও অনেক অবৈধ বিষয় ঢুকে পড়ে। এটা কারও পক্ষে মঙ্গলজনক নয়।

জয়শঙ্কর অবশ্য এ বিষয়ে বলেন, ভারত সব সময় বৈধ অভিবাসনের পক্ষে। ভারত সব সময় বৈধ অভিবাসনকে সমর্থন করে আসছে। ভারত চায়, সে দেশের নাগরিকদের প্রতিভা ও দক্ষতা সর্বত্র সর্বোৎকৃষ্ট সুযোগ পাক। ভারত বৈশ্বিক কর্মক্ষেত্রে বিশ্বাসী।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত