রাকিব যশোর শহরের শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা–সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ রাকিবের ওপর হামলা করতে পারে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে।
হাসপাতাল ও আহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, রাকিব গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে পশু হাসপাতাল এলাকায় গেলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। সেখান থেকে রাকিব পালানো চেষ্টা করেন। দুর্বৃত্তরা বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাত ১০টার পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।