Homeদেশের গণমাধ্যমেযবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৩, ৭ জানুয়ারি ২০২৫  


নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে কেককাটা ও “ছাত্র জনতার অভ্যুত্থান; ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

যবিপ্রবিসাসের সাবেক সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো: মীর মোশাররফ হোসেন, যবিপ্রবি প্রক্টর ড. মো: আমজাদ হোসেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “সাংবাদিকতায় যদি সত্য না থাকে, তবে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়। আবার এই সত্যই যদি সাংবাদিকরা প্রকাশ করে, তখন সমাজ এবং দেশের মানুষরা উপকৃত হয়। সাংবাদিকরা হলো রাষ্ট্রের দর্পণ। তারা নির্ভীক ও সাহসী। এখানে কাজ করতে হলে মেধা, তীব্র ইচ্ছা ও ধৈর্য্য- এ তিন গুণের সমাহার প্রয়োজন। আমি আশা করব যবিপ্রবিসাসের সদস্যরা যবিপ্রবি থেকে দূর্নীতি পরিশুদ্ধ করণে কাজ করবে।”

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, “আমি দায়িত্বে থাকাকালে একটি পয়সারও দুর্নীতি হবে না। পাশাপাশি যবিপ্রবিতে দায়িত্বরত যে কেউ বা তাদের আত্মীয়-স্বজন দুর্নীতিতে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।”

সমিতির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এটিএম মাহফুজের সঞ্চালনায় এ সময় সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. সজীবুর রহমান বক্তব্য দেন। সমাপনি বক্তব্য দেন নবগঠিত কমিটির সভাপতি মো. ওয়াশিম আকরাম।

অনুষ্ঠানে যবিপ্রবিসাসের সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এতে দৈনিক খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোতালেব হোসাইনকে বর্ষসেরা প্রতিবেদক, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোস্তফা গালিবকে বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক ও দৈনিক আমাদের সময়ের যবিপ্রবি প্রতিনিধি শিহাব উদ্দিন সরকারকে বর্ষসেরা ফিচার লেখক সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া যবিপ্রবিসাসে যুক্ত হওয়া নবীন সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

ঢাকা/ইমদাদুল/মেহেদী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত