Homeদেশের গণমাধ্যমেযবিপ্রবিতে পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে কর্মশালা

যবিপ্রবিতে পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে কর্মশালা



যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৬ জানুয়ারি ২০২৫  


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইআইম) এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “পুঁজিবাজারে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।”

ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের বিশেষজ্ঞ প্রশিক্ষক এসএম কালবিন সেলিমা, ইমরান মাহমুদ, ফাইমা আক্তার ও মো. আদনান আহমেদ।

তারা পুঁজিবাজারে বিনিয়োগের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

ঢাকা/ইমদাদুল/মেহেদী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত