অনুষ্ঠানে লেখক ইয়াংঙান ম্রো বলেন, মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে লেখা জীবনী ম্রোদের অনেকেই পড়তে পারেন না। অথচ ম্রোরা সবাই বীরশ্রেষ্ঠদের জীবন এবং মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বের কাহিনি জানতে আগ্রহী। তাই বাংলা না জানা ম্রো ভাষার পাঠকদের জন্য ম্রো ভাষায় সাত বীরশ্রেষ্ঠের জীবনীগ্রন্থটি লিখেছেন তিনি।
ক্রামাদি মেনলের ১৯৮২ সালে আঁকা ছবির অ্যালবাম সম্পর্কে ইয়াংঙান ম্রো বলেন, ক্রামাদি মেনলে শুধু ক্রামাধর্মের প্রবর্তক ও ম্রো বর্ণমালার উদ্ভাবক নন, তিনি একজন ভালো অঙ্কনশিল্পীও। কঠোর ধ্যান-সাধনার মধ্য দিয়ে তিনি সেই সময়ে সমাজের মানুষের অশিক্ষা, কুসংস্কার, ভালো-মন্দ নিয়ে ক্যানভাসে ছবি এঁকেছেন। তাঁর অঙ্কন করা ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেসব ছবি সংগ্রহ এবং সংকলন করে অ্যালবাম হিসেবে প্রকাশ করা হয়েছে।