পিএসজি ৪ : ২ ম্যানচেস্টার সিটি
চ্যাম্পিয়নস লিগে আগের রাতেই প্রত্যাবর্তনের অনবদ্য এক গল্প লিখেছিল বার্সেলোনা। বেনফিকার বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ৫-৪ গোলে জিতেছিল বার্সা। আজ বুধবার রাতে সেই বার্সার কাছ থেকে অনুপ্ররেণা নিয়েই হয়তো মাঠে নেমেছিল পিএসজি।
২-০ গোলে পিছিয়ে পড়েও তারা লিখল প্রত্যাবর্তনের দুর্দান্ত এক রূপকথার গল্প। ম্যানচেস্টার সিটির বিপক্ষে টিকে থাকার ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পিএসজি জিতেছে ৪-২ গোলে। রূপকথা লিখে পাওয়া জয়ে শেষ ষোলোর আশা দারুণভাবে বাঁচিয়ে রাখল পিএসজি। পয়েন্ট তালিকায় ২৬ নম্বর থেকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আসল তারা।
অন্য দিকে প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা সিটি চ্যাম্পিয়নস লিগেও পৌঁছে গেল খাদের কিনারায়। শেষ ষোলো নিশ্চিত করার জন্য প্লে অফ খেলতে হলে শেষ ম্যাচে ক্লাব ব্রুগার বিপক্ষে জিততেই হবে তাদের। তবে ৭ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে থাকা সিটি এই মুহূর্তে বাদ পড়াদের কাতারেই আছে।