Homeদেশের গণমাধ্যমেমোসাদ্দেকের বিশ্বাস, একটি ম্যাচ জিতলেই ঘুরে দাঁড়াবে ঢাকা

মোসাদ্দেকের বিশ্বাস, একটি ম্যাচ জিতলেই ঘুরে দাঁড়াবে ঢাকা


শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস চার ম্যাচ খেলেও বিপিএলের চলতি আসরে জয়ের দেখা পায়নি। ঢাকায় তিন ম্যাচ হারের পর সিলেটে ঘুরে দাঁড়ানোর আশায় ছিল তারা। সিলেট পর্বে দলে ছিলেন মোসাদ্দেক হোসেন। ইংল্যান্ড অধিনায়ক জেসন রয়ও যোগ দেন দলে। কিন্তু সেই হারের বৃত্তেই থাকতে হলো।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে হারে ঢাকা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রান সংগ্রহ করে তারা। এই আসরে সর্বনিম্ন রান এখন তাদের। দুই তারকা জেসন ১৮ আর মোসাদ্দেক ১২ রান করেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মোসাদ্দেক জানালেন,দল হিসেবে সবাই মিলে ভালো করতে না পারার কারণেই হারতে হচ্ছে তাদের। তার আশা, একটি জয় পেলেই মোমেন্টাম পাল্টে যাবে।

মোসাদ্দেক বলেন, ‘প্রথম দিকে হার শুরু হলে একটা ম্যাচ না জেতা পর্যন্ত কামব্যাক করা সম্ভব হয় না। ম্যাচ জেতার জন্য ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে।’

বড় স্কোর করতে পারলে জেতা সম্ভব মনে করেন মোসাদ্দেক, ‘ভবিষ্যতে আমাদের খেয়াল রাখতে হবে বড় সংগ্রহ করার। অন্যথায় আজকের মতো ১১০-১২ করে জেতা সম্ভব নয়।’

জেসনের ব্যাটে বড় স্কোর না হওয়াকে অস্বাভাবিক মনে করছেন না তিনি, ‘সে লম্বা জার্নি করে গতকালই এসেছে। এই জার্নির প্রভাবটা থাকতে পারে। তার ব্যাটে যখন রান আসতে শুরু করেছিল তখনই আউট হয়ে যায়। সে পিচে থাকলে হয়তো রান আরও বেশি হতে পারতো।’

একটি জয় দলের অবস্থা পাল্টে দিতে পারে বিশ্বাস মোসাদ্দেকের, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একটা মোমেন্টামের খেলা। যে দল শুরু থেকে মোমেন্টাম পেয়ে যায় তাদের জন্য সবকিছু সহজ হয়ে যায়, যারা হারে তাদের জন্য কামব্যাক করা কঠিন হয়ে যায়। আমরা যদি একটা ম্যাচ জিততে পারি, তবে আমরা ওভারকাম করতে পারবো।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত