Homeদেশের গণমাধ্যমেমোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত অবস্থায় বাবাকে ছেলের ছুরিকাঘাত

মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত অবস্থায় বাবাকে ছেলের ছুরিকাঘাত


মোবাইল ফোন কেড়ে নেওয়ায় নামাজরত অবস্থায় বাবার ওপর উপর্যুপরি ছুরিকাঘাত চালিয়েছে এক ছেলে। এতে গুরুতর আহত হয়েছেন ওই বাবা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার ( ২২ মার্চ) চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়া রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত বাবার নাম একেএম রিন্টু ওরফে দোদুল (৫২)। তিনি বর্তমান পলাশপাড়ার মরহুম কাজী আফাজ উদ্দিনের ছেলে। রিন্টু ভুসিমাল ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত ছেলে একেএম রিফাত রহমানকে (১৭) সদর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আটক করেছে। এছাড়া হত্যাকাজে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানায় অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, বাবা রিন্টু তার ছেলে রিফাতকে মোবাইল ফোন চালাতে বারণ করেন এবং সেটি কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে সে নামাজরত অবস্থায় তার বাবাকে বাড়িতে ব্যবহৃত ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে বাবা রিন্টু মারাত্বক আহত হন। তাকে স্থানীয়দের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তারেক জুয়ায়েদ তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ছেলেকে হত্যাকাজে ব্যবহৃত ছুরিসহ আটক করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত