প্রকাশিত: ২২:০৯, ৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:৫৯, ৭ ডিসেম্বর ২০২৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারো খুনের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশকে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ হুমকি দেওয়া হয়েছে। যে নম্বর থেকে বার্তাটি এসেছিল তা রাজস্থানের আজমেঢ়ের।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার সকাল মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে নম্বরের হোয়াটসঅ্যাপে হুমকি বার্তাটি আসে। সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের দুই এজেন্টের নাম উল্লেখ করা হয়। জানানো হয়, কীভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রধানমন্ত্রীকে খুন করা হবে।
হুমকি বার্তা পেয়েই তদন্ত শুরু করা হয়েছে। যে নম্বর থেকে বার্তাটি এসেছিল সেটি রাজস্থানের আজমেঢ়ের বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরতে মুম্বাই পুলিশের একটি দল মরু রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। অথবা সে মত্ত অবস্থায় এই বার্তা পাঠিয়ে থাকতে পারে। সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। এই হুমকির ঘটনায় ভারতীয় মামলা করা হয়েছে।
এর আগে গত ২৮ নভেম্বর মুম্বাই পুলিশের কাছে মোদিকে খুনের হুমকি আসে। বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীকে খুনের ছক কষা হচ্ছে। হত্যার অস্ত্রও প্রস্তুত করা হয়েছে। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশ। যে মোবাইল থেকে ফোন করা হয়েছিল তা পরীক্ষা করে দেখা যায় সেটি এসেছিল আন্ধেরি থেকে। দ্রুত খবর যায় আন্ধেরি থানায়। তৈরি করা হয় পুলিশের এক তদন্তকারী দল। কিন্তু কলারকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হতে না হতেই দেখা যায় ফোনটি বন্ধ। অবশেষে আটক করা হয় সন্দেহভাজন এক ৩৪ বছরের এক নারীকে। সেই ঘটনায় পুলিশ জানিয়েছিল, ওই নারী অবিবাহিত, একাই থাকেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত।
ঢাকা/শাহেদ