Homeদেশের গণমাধ্যমেমোটরসাইকেলের বহর থেকে নিক্ষেপ করা গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

মোটরসাইকেলের বহর থেকে নিক্ষেপ করা গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত


দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার সরকার (২৬) নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে মহানগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সোয়া ৯টার দিকে অর্ণব মোটরসাইকেলযোগে ময়লাপোতা মোড় থেকে শিববাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় অন্য একটি মোটরসাইকেল বহর থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। অর্ণব গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা খারাপ থাকায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নিতিশ চন্দ্র সরকার বলেন, অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

খুবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত জানান, অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র। তার রোল নং ২৩০৩১৭। তার বাবার নাম নিশিত চন্দ্র সরকার। তিনি সোনাডাঙার ৪৫/৩ খ আবু আহমেদ রোডের বাসিন্দা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব (মিডিয়া অ্যান্ড সিপি) বলেন, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে অর্ণবকে গুলি করে সন্ত্রাসীরা। তাকে প্রথমে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও রক্তমাখা স্যান্ডেল জব্দ করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপি বলেন, একজন ছাত্রকে গুলি করে হত্যার নিন্দা জানাই। এ ধরনের ঘটনার আরও গভীর অনুসন্ধান করা হচ্ছে। তবে দিন দিন খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত