মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:২৯, ১৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:৩৪, ১৩ ডিসেম্বর ২০২৪
মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারে ধাক্কা লেগে বোরহান মুফতি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
রাজৈর থানার ওসি মুহাম্মদ মাসুদ খান সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের তথ্য জানিয়েছেন।
নিহত বোরহান মুফতি রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দ্বাড়াদিয়ার সাহা মুফতির ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। গুরুতর আহত কাঠমিস্ত্রি রাব্বি মুফতি (২২)। তিনিও একই এলাকার মতিয়ার মুফতির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠালিয়া ব্রিজ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের ধাক্কা লাগে চালক বোরহানের। ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত রাব্বি মুফতিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসারা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
ঢাকা/বেলাল/মাসুদ