Homeদেশের গণমাধ্যমেমেহজাবীনে মুগ্ধ জয়া!

মেহজাবীনে মুগ্ধ জয়া!


‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটি মুক্তি পেয়েছে ২০ ডিসেম্বর। শঙ্খ দাশগুপ্তের নির্মাণে সিনেমাটি এরই মধ্যে পেয়েছে প্রশংসা। সেইসাথে আলাদাভাবে চর্চায় রয়েছে সিনেমায় মেহজাবীনের অভিনয়। 

যে চর্চায় নতুন মাত্রা যুক্ত করলেন দুই বাংলার অন্যতম মুখ জয়া আহসান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) হয়ে গেলো ‘প্রিয় মালতী’র স্পেশাল স্ক্রিনিং। এদিন সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই হাজির হয়েছিলেন ছবিটি দেখতে। যদিও সবার নজর কেড়ে ছিলেন একাই জয়া আহসান। কারণ, তাকে সচরাচর অন্যের আয়োজনে এভাবে পাওয়া যায় না।

তিনি অনুষ্ঠানে এসেছেন। ছবিটি দেখেছেন। মেহজাবীনকে আলিঙ্গন করেছেন। প্রতিক্রিয়া দিয়েছেন প্রাণখুলে।

মেহজাবীনকে পাশে দাঁড় করিয়ে জয়া আহসান বলেন, ‘অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন আগে কেন সিনেমায় আসেননি। আমার মনে হয়, এতো পরিপক্ব কাজ করবে বলেই হয়তো এত দেরি করলো সে।’

আরও বলেন, ‘আমি মেহজাবীনের অভিনয়ের ভক্ত, ওর অভিনয় সব সময় দেখি। আমার খুব কম দেখা হয় কিন্তু তারপরও আমি যা দেখি ওর অভিনয়গুলো দেখি।’

সিনেমায় মালতী চরিত্রে মেহজাবীনের মিশে যাওয়ার বিষয়টিকে তুলে ধরেন জয়া। বলেন, ‘ও (মেহজাবীন) যখন কাঁদে, সিঁদুর মুছে দেয়, শাখা ফেলে দেয়, আমার একবারও মনে হয়নি যে এটা মেহজাবীন। মালতীই মনে হয়েছে। ও তো মুসলিম ঘরের মেয়ে, সনাতনী সম্প্রদায়কে দেখে বড় হয়নি, তার সিঁদুর-শাখা বিষয়ে অভিজ্ঞতা নেই। একজন শিল্পীর বড় জায়গা এটাই, অভিনয়ের মাধ্যমে সবকিছু ফুটিয়ে তুলতে পারা। যেটা মেহজাবীন করেছে নিখুঁতভাবে।’ 

জয়া নির্মাতার প্রশংসাও করেন। বলতে চাইলেন, এমন গল্প এই সময়ে বলাটা খুব জরুরি ছিলো।

এদিকে একই অনুষ্ঠানে হাজির অভিনেত্রী রুনা খান বলেন, ‘আমার শরীর এখনও রীতিমত কাঁপছে। এটা কোনও সিনেমা নয়, আমার মনে হলো, আমি জীবন দেখলাম।’
‘প্রিয় মালতী’ দেখে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর পুরো টিম ও নির্মাতাকে ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য।’ 

এছাড়া বিজরী বরকতুল্লাহ, আফসানা মিমি, তমা মির্জা, ইন্তেখাব দিনার, রায়হান রাফীসহ সিনেমা দেখতে আসা প্রত্যেকে মেহজাবীনের অভিনয়ের আলাদা প্রশংসা করেছেন। 

মেহজাবীন এক যুগেরও বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করছেন। বলা যায়, বর্তমান সময়ে ছোট পর্দার এখনও শীর্ষ অভিনেত্রী তিনি। অথচ তিনি বেশ সময় নিয়ে বড় পর্দায় হাজির হলেন এবারই। সবার মতে, তিনি হয়তো সিনেমায় এমন মুগ্ধতা ছড়াবেন বলেই এতোদিন অপেক্ষা করেছেন।

ভালোবাসায় সিক্ত মেহজাবীন চৌধুরী এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেহজাবীনে মুগ্ধ জয়া! শুধু মেহজাবীন নয়, এই সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে শঙ্খ দাশগুপ্ত এবং প্রযোজক হিসেবে সিনেমা পর্দায় অভিষিক্ত হয়েছেন আদনান আল রাজীব। 

‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।
   
সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।

সিনেমাটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড।

‘প্রিয় মালতী’র পোস্টারে মেহজাবীন এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ যদিও দেশে ফিরেছে খালি হাতে!

মেহজাবীন ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত