Homeখেলাধুলামেসি ও ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন নিয়ে যা বললেন গারনাচো

মেসি ও ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন নিয়ে যা বললেন গারনাচো


আর্জেন্টিনার তরুণ তারকা এবং ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো লিওনেল মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা এবং আসন্ন ২০২৬ বিশ্বকাপে তার লক্ষ্য নিয়ে কথা বলেছেন।

২০২৪ কোপা আমেরিকা জয়ের মাধ্যমে একটি সফল বছর পার করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বেও শীর্ষস্থান ধরে রেখে বছর শেষ করেছে ‘লা আলবিসেলেস্তে’। দলের এই সাফল্যের অংশ হতে পেরে গর্বিত গারনাচো জানিয়েছেন, ‘আর্জেন্টিনার হয়ে খেলা এবং মেসির সঙ্গে মাঠ ভাগাভাগি করা সত্যিই স্বপ্নের মতো।’

এই বছর জাতীয় দলের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছেন গারনাচো। বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে পাওলো দিবালার গোলে অ্যাসিস্ট করেন তিনি। তবে ২০ বছর বয়সী এই তারকা বিশ্বাস করেন, আরও ভালো খেলতে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। গারনাচো বলেন, ‘আমি সবসময় উন্নতি করার চেষ্টা করছি। কোপা আমেরিকায় খুব বেশি খেলতে না পারলেও সেই মুহূর্তটা ছিল অসাধারণ।’

২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকার আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আশা করি, পরবর্তী বিশ্বকাপে আমি প্রস্তুত থাকব এবং আমরা শিরোপা জয়ের চেষ্টা করব।’

গারনাচোর সামনে আর্জেন্টিনা দলে জায়গা পাকা করার বড় চ্যালেঞ্জ রয়েছে। মেসি, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজের মতো অভিজ্ঞ তারকার পাশাপাশি ভ্যালেন্তিন ক্যাস্তেয়ানোস এবং গিউলিয়ানো সিমিওনের মতো তরুণ প্রতিভারাও আছেন স্কোয়াডে। তবে গারনাচো আত্মবিশ্বাসী, নিজের সেরাটা দিয়ে দলে জায়গা করে নেবেন।

২০২৬ বিশ্বকাপের দিকে এগিয়ে চললেও মেসির অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। আর্জেন্টিনার এই অধিনায়ক কয়েকবার বলেছেন, তিনি এখনই কোনো সিদ্ধান্ত নেননি এবং “দিন দিন” বেঁচে থাকতে চান। তবে আশার আলো রয়েছে, কারণ ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস জানিয়েছেন, ২০২৬ পর্যন্ত মেসির চুক্তি নবায়নের জন্য আলোচনা চলছে।

বিশ্বকাপের আসরটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। গারনাচো ও মেসির মতো তারকারা একসঙ্গে খেললে আর্জেন্টিনা নিশ্চয়ই আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত