বাউতিস্তার এই মন্তব্য নিয়েও অবশ্য নতুন করে আবার আলোচনার ঝড় উঠেছে। এখন সাবেক এই মেক্সিকান ফুটবলারের আক্রমণাত্মক মন্তব্যের জবাবে মেসির পক্ষ থেকে কোনো বার্তা আসে কি না, সেটাই দেখার অপেক্ষা।
প্রাক্–মৌসুম সফর নিয়ে ইন্টার মায়ামি পরের ম্যাচ খেলবে পেরুর ক্লাব ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের বিপক্ষে। ৩০ জানুয়ারি পেরুর রাজধানী লিমার স্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।