চার ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যার অর্থ, হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত না নিয়ে ফেললে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে খেলছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আজ সকালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর আগেই নিশ্চিত হয়ে যায় মেসির আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোকে যাচ্ছে।
মেসিদের তো আরেকটি বিশ্বকাপ খেলা নিশ্চিত, ক্রিস্টিয়ানো রোনালদোদের খবর কী? এই সময়ের ফুটবলে মেসির সঙ্গেই এক নিশ্বাসেই উচ্চারিত হয় যাঁর নাম, সেই রোনালদোর পর্তুগাল বিশ্বকাপের দৌড়ে কোন পর্যায়ে আছে, এমন প্রশ্ন করতেই পারেন।