Homeদেশের গণমাধ্যমেমেলায় হারিয়ে যাওয়ার ভয়ে হাত বেঁধে ঘুরছেন দুই বোন

মেলায় হারিয়ে যাওয়ার ভয়ে হাত বেঁধে ঘুরছেন দুই বোন


কুম্ভমেলা, বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর লাখ লাখ ভক্তের সমাগমে অনুষ্ঠিত হয়। মেলায় হারিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তাই মেলায় আসা দুই বোন গীতা ও ললিতা অভিনব পন্থা অবলম্বন করেছেন। ঝাড়খণ্ড থেকে এসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় যোগ দেওয়া এই দুই বোন গত দুদিন ধরে একে অপরের হাত বেঁধে ঘুরছেন। খবর দ্য ওয়াল।


তারা বলেন, অনেক মানুষ মেলায় হারিয়ে গেছেন শুনেছি । কারও কারও পরিবারে ফিরতে তো কয়েক বছর লেগে গেছে। আমাদের সঙ্গেও তা হোক সেটা কখনই চাই না।’ শুধু বাথরুমে যাওয়ার সময়ই হাতের বাঁধন খুলছেন তারা। বাকি সব সময়ে তাদের হাত বাঁধা থাকছে।


প্রয়াগরাজে কুম্ভমেলার আয়োজনে ৪ হাজার হেক্টর জমির ব্যবহার হয়েছে। গতকাল (১৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল- ত্রিবেণী সঙ্গমে হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র স্নান করতে আসবেন। তারা বিশ্বাস করেন, এতে পাপমুক্তি ও জন্ম-মৃত্যু চক্র থেকে মুক্তি দেবে।


মহা কুম্ভমেলার ইতিহাস অনেক পুরোনো। হিন্দু পুরাণ অনুযায়ী, দেবতা বিষ্ণু অসুরদের সঙ্গে যুদ্ধ করে অমৃত ভর্তি কলস উদ্ধার করেছিলেন। সেই অমৃতের চার ফোঁটা পৃথিবীতে পড়েছিল এবং সেই স্থানগুলোতে এখন কুম্ভমেলার আয়োজন করা হয়। প্রতি ১২ বছর পরপর এ মেলা ‘মহা’ কুম্ভ হিসেবে অনুষ্ঠিত হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত