Homeদেশের গণমাধ্যমেমেলায় শেষ বিকেলে ভাবসংগীত | প্রথম আলো

মেলায় শেষ বিকেলে ভাবসংগীত | প্রথম আলো


শেষ পর্যায়ে এসে কাল বিক্রিতে কিছুটা গতির সঞ্চার হয়েছে। বেড়েছে লোকসমাগম আর নতুন বইয়ের প্রকাশনাও। ইতি প্রকাশনের প্যাভিলিয়নে কাল শামা ওবায়েদের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করতে এসেছিলেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বই তিনটি হলো হৃদয় জুড়ে একটি নাম: জিয়াউর রহমান, জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ এবং দেশনেত্রী খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ।

তথ্যকেন্দ্রে কাল ১৬৬টি নতুন বইয়ের নাম জমা পড়েছে। বাংলা একাডেমি এনেছে সৈয়দ আজিজুল হক সংকলিত ও সম্পাদিত আবদুল হক রচনাবলি (প্রথম খণ্ড)। অন্যপ্রকাশ এনেছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস ছোটকাকু চল্লিশ, প্রথমা এনেছে মো. তৌহিদ হোসেনের ভ্রমণ গদ্য আফ্রিকা দক্ষিণ। ইউপিএল এনেছে শওকত হোসেন মাসুমের কেলেঙ্কারির অর্থনীতি: বাংলাদেশের অর্থনীতির পেছনের অর্থনীতি, নবযুগ এনেছে কামরুল হায়দারের নজরুল সংগীতের ভাবসন্ধান, স্বপ্ন’ ৭১ এনেছে মোহিত কামাল সম্পাদিত শতবর্ষ পেরিয়ে নজরুলের ধূমকেতু। ঐতিহ্য এনেছে আবুল আহসান চৌধুরীর প্রবন্ধ আমার মীর মোশাররফ, উৎস এনেছে সুমনকুমার দাশ সংগৃহীত ও সম্পাদিত শফিকুন্নূর সমগ্র, পাঞ্জেরী এনেছে দন্ত্যস রওশনের প্রেমের অণুকাব্য-২।

মেলার আর এক দিন বাকি। নতুন বই যেমন আসবে, তেমনি বইয়ের অনুরাগীরাও কেনাকাটায় গতির সঞ্চার করবেন, এই আশা প্রকাশকদের।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত