ডাসনি স্থানীয় গণমাধ্যম সিকম–এএমকে বলেন, ‘বিষয়টি কিছুটা উদ্বেগের। তবে আমি আত্মবিশ্বাসী, কেউ না কেউ শেষ পর্যন্ত এগিয়ে আসবেন।’
ডাসনি বলেন, আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠেয় মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী পাওয়া না গেলে মেয়র কার্যালয়ের কাজ দেখভাল করতে একজন ডেপুটি মেয়র নির্বাচন করবে কাউন্সিল।
ডাসনি আরও বলেন, ‘ওই সভায় আমরা উপনির্বাচনের জন্য আবার একটি তারিখ নির্ধারণ করব। মেয়রের শূন্য পদ পূরণ না হওয়া পর্যন্ত আমরা উপনির্বাচনের তফসিল দিয়েই যাব। অন্যান্য কাউন্সিলর পদে ভোটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’