Homeদেশের গণমাধ্যমেমেঘনা নদীতে বালু উত্তোলনে নেতৃত্বে দিচ্ছে কারা, প্রশাসন জানে না

মেঘনা নদীতে বালু উত্তোলনে নেতৃত্বে দিচ্ছে কারা, প্রশাসন জানে না


চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় চাঁদপুরের মেঘনা নদীতে একটি চক্র যেভাবে অবৈধভাবে বালু তুলেছে, এতে করে নদীর গতিপথ ও ইলিশসহ মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আবারও একটি চক্র ২০০৭ সালের বালু উত্তোলনের অনুমোদনের চিঠি দেখিয়ে চাঁদপুরের মেঘনা নদী থেকে বালু উত্তোলনের পাঁয়তারা করছে; কিন্তু আমরা তার কোনো অনুমোদন দিচ্ছি না। এরপরও চাঁদপুরের মেঘনা নদী থেকে প্রতিদিনই ড্রেজার দিয়ে অবৈধভাবেই হাজার হাজার ঘনফুট বালু তোলা হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ আসছে; কিন্তু প্রশাসনও বসে নেই। আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও নৌ পুলিশ গত ৯ সেপ্টেম্বর থেকে গতকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪ মাসে মেঘনা নদীর এখলাসপুর থেকে ষাটনল পর্যন্ত এলাকায় অন্তত ২০টি অভিযান চালায়। এ সময় নদী থেকে বালু তোলার সময় হাতেনাতে ২০টি ড্রেজার, ৩০টি বালু বহনকারী বাল্কহেড, ২টি ইঞ্জিনচালিত নৌকা ও ২টি স্পিডবোট জব্দ করা হয়। এসব ড্রেজার ও বাল্কহেডে থাকা ১৪০ জন নাবিক-শ্রমিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলা করা হয় ২০টি।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত