চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৮ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চাঁদপুর কোস্টগার্ড, মতলব উত্তর উপজেলা প্রশাসন ও বেলতলী নৌ ফাঁড়ির পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি খননযন্ত্র, দুটি বাল্কহেড ও তিনটি নৌকা জব্দ করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা প্রশাসন ও চাঁদপুর কোস্টগার্ড সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে মেঘনার মতলব উত্তর উপজেলার কালিরচর এলাকায় কিছু লোক নিয়ম অমান্য করে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে চাঁদপুর কোস্টগার্ড, মতলব উত্তরের বেলতলী নৌ ফাঁড়ির পুলিশ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।