Homeদেশের গণমাধ্যমেমেক্সিকোতে ২৪ ঘণ্টায় দুই সাংবাদিককে গুলি করে হত্যা

মেক্সিকোতে ২৪ ঘণ্টায় দুই সাংবাদিককে গুলি করে হত্যা


মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সরকারি কর্মকর্তারা ও সাংবাদিকদের সুরক্ষা সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। খবর এপির।

প্রথম ঘটনা ঘটে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মেক্সিকোর কোলিমা শহরে। বিনোদন সাংবাদিক প্যাত্রিসিয়া রামিরেজ, যিনি ‘প্যাটি বুনবুরি’ নামে পরিচিত ছিলেন, তাকে তার নিজস্ব রেস্টুরেন্টে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, রামিরেজ স্থানীয় বিনোদন ইভেন্ট কভার করতেন এবং কলিমা অঞ্চলের বিভিন্ন পত্রিকায় বিনোদন বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখতেন।

দ্বিতীয় হত্যাকাণ্ডটি ঘটে মেক্সিকোর মিচোআকান প্রদেশের উরুয়াপান শহরে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে স্থানীয় সংবাদ মাধ্যম মিনুতো এক্স মিনুতো এর সাংবাদিক মাউরিসিও ক্রুজকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার ঘটার কিছুক্ষণ আগেই ওই সাংবাদিক উরুয়াপানের মেয়র কার্লোস মানজোর সঙ্গে একটি সাক্ষাৎকার শেষ করেন। সাক্ষাৎকারের পরে ক্রুজকে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। এতে আরও একজন ব্যক্তি আহত হন। উরুয়াপান শহরটি দীর্ঘদিন ধরে মাদক গোষ্ঠীগুলোর সংঘাত এবং সহিংসতার শিকার, যেখানে সাংবাদিকদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।

এ ছাড়া মেক্সিকোতে সাংবাদিকদের ওপর সহিংসতা এক নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে মেক্সিকো সাংবাদিকদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচিত।

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবাউম দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম সাংবাদিক হত্যাকাণ্ড। দায়িত্ব গ্রহণের সময় তিনি সহিংসতা এবং অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবাক করার বিষয় সহিংসতার এমন ঘটনার মধ্যেও তিনি মাদক গোষ্ঠীর বিরুদ্ধে তার সরকার নতুন কোনো যুদ্ধ চালাবে না বলে ঘোষণা দিয়েছেন।

মেক্সিকোতে সাংবাদিকদের সুরক্ষার দাবি ক্রমশই জোরালো হচ্ছে, বিশেষত যখন মেক্সিকোতে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনা আরও কঠিন হয়ে উঠছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত