‘আরে ভাই, আসো, বধ্যভূমিতে আসো।’
ব্যাট হাতে মাঠে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের আট নম্বর ব্যাটসম্যান কেভিন সিনক্লেয়ার। পাকিস্তান উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান পরিষ্কার ইংরেজিতে তাঁকে ‘বধ্যভূমি’তে স্বাগত জানালেন ঠিক এভাবেই।
বধ্যভূমিই। ২৪.৩ ওভারের মধ্যেই যে ৬ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। এরপর সিনক্লেয়ার আর অন্যরাও যে বেশিক্ষণ টিকতে পেরেছেন, তা নয়। ৩৬.৩ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ।
মুলতানের বধ্যভূমিতে ওয়েস্ট ইন্ডিজকে স্পিন–ফাঁস পরিয়ে পাকিস্তান ম্যাচ জিতে গেছে তিনদিনের মধ্যেই। জয়ের জন্য ২৫১ রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১২৩ রানে। পাকিস্তান ম্যাচ জিতেছে ১২৭ রানের বড় ব্যবধানে।