ভারতের মুম্বাইয়ের বান্দ্রা রেলস্টেশনে শনিবার দিবাগত রাতে পদদলিত হয়ে অন্তত নয়জন যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনার জন্য বিরোধী শিবসেনা (ইউবিটি) ও কংগ্রেস কেন্দ্রীয় রেলমন্ত্রী ও মহারাষ্ট্র সকারের সমালোচনা করেছে।
শিবসেনার (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সমালোচনা করে লিখেছেন, আমার মনে হয় এই রেলমন্ত্রী একবারের জন্য রেলমন্ত্রী হয়েছেন। রেলমন্ত্রী হিসেবে তিনি যে কতটা ব্যর্থ, বান্দ্রার এই দুর্ঘটনা সেটাই প্রমাণ করে।