এ বিষয়ে জানতে ন্যাশনাল ব্যাংক গজারিয়া শাখার সহকারী ব্যবস্থাপক মো. জাকির হোসেনের মুঠোফোনে ফোন করা হলে তিনি কেটে দেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে যত দূর শুনেছি গ্রাহকেরা তাঁদের চাহিদামতো বেশি টাকা চাচ্ছিলেন। ব্যাংক সে পরিমাণ টাকা দিতে না পারায় কিছু নারী মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত করতে চান। সে সময় স্থানীয়রা মহাসড়ক ছেড়ে দিতে বলায় বিক্ষোভকারীরা সরে যান।’
ওসি মাহবুবুর রহমান আরও বলেন, বিক্ষোভকারীদের অভিযোগ সত্যি হলে, তাঁদের মহাসড়কে না গিয়ে পুলিশ, ইউএনও এবং ব্যাংক কর্তৃপক্ষকে জানানো দরকার ছিল।