চুয়াডাঙ্গা আদালতের পরিদর্শক নাসির উদ্দিন মৃধা প্রথম আলোকে বলেন, নিজ বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার কিশোরকে আজ বিকেলে চুয়াডাঙ্গার আমলি আদালতে সোপর্দ করে থানা-পুলিশ। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাকে খাস কামরায় নিয়ে ঘটনার পূর্বাপর জানতে চান। তখন আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাইলে আদালত তার জবানবন্দি গ্রহণ করেন।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক দেওয়ান তারিকুল ইসলাম বলেন, বাবার হত্যায় অভিযুক্ত কিশোরকে সময় স্বল্পতার কারণে কারাগারের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। কাল সোমবার সকালে তাকে যশোর পুলেরহাটে কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানো হবে।