হোয়াইট হাউজে ফিরে দ্রুততার সঙ্গে সরকারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করে দিয়েছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) প্রথম কার্যদিবসে ইউএস ক্যাপিটল হামলায় জড়িত দেড় হাজার সমর্থককে ক্ষমা করে দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আগের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ভোট জালিয়াতির অভিযোগ তুলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা করেন ট্রাম্প ভক্তরা। সেই ক্যাপিটল রোটুন্ডার কার্যালয়েই ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প।
আধুনিক যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ইতিহাসে ক্যাপিটল হিলে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা এর আগে দেখা যায়নি। ওই হামলার ভুক্তভোগী থেকে শুরু করে পুলিশ ও আইনজীবীরা স্বভাবতই হামলাকারীদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্তকে ভালোভাবে নেবেন না বলেই ধারণা করা যায়।
ক্যাপিটল হিলের হামলায় পুলিশের ওপর রাসায়নিক দ্রব্য, পাইপ, লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে চড়াও হয়েছিলেন দাঙ্গাকারীরা। হামলায় প্রায় ১৪০ জন পুলিশ আহত ও পুলিশের গুলিতে এক ট্রাম্পভক্তসহ মোট চারজন নিহত হয়েছিলেন।
ক্ষমাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কট্টর উগ্রপন্থি সংগঠন ওথ কীপার্স (শপথ রক্ষাকারী) ও প্রাউড বয়েজের নেতারাও রয়েছেন। তাদেরকে দীর্ঘ কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল।
অভিষেক অনুষ্ঠানে তিনি নিজেকে ঈশ্বরের মনোনীত ত্রাণকর্তা হিসেবে উল্লেখ করে বলেছেন, ডুবন্ত দেশ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
হোয়াইট হাউজে তার প্রত্যাবর্তন নাটকীয়তায় পূর্ণ। রাজনৈতিক শিষ্টাচারের ধার না ধারা এমন এক ব্যক্তি এবার মার্কিন প্রেসিডেন্ট হলেন, যার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং নির্বাচিত হওয়ার আগেই তাকে অন্তত দুবার হত্যাচেষ্টা করা হয়।