বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষ, সম্ভ্রম দানকারী ২ লাখ নারী, নির্যাতন, অত্যাচার, কষ্ট ভোগ করে অসীম ত্যাগ স্বীকারকারী মুক্তিকামী কোটি কোটি মানুষ, স্বাধীনতাসংগ্রামী বীর মুক্তিযোদ্ধা, মিত্র অংশ ভারতীয় সেনাবাহিনীর বীর ও শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১–কে মুছে ফেলতে চাইছে। বক্তারা স্বাধীনতাসংগ্রাম, মহান মুক্তিযুদ্ধে বিজয় ও ৩০ লাখ শহীদের স্বপ্ন, আদর্শ, চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বাংলাদেশের জন্মশত্রুদের মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধের রাজনীতি শুরু করেছে। এরা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে ফেলে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের রাজনীতি করছে। এদের মোকাবিলায় শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।