Homeদেশের গণমাধ্যমেমুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ২৬ শ্রমিক

মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ২৬ শ্রমিক


বান্দরবানে লামা ফাঁসিয়াখালী এলাকা থেকে অপহরণ হওয়া ২৬ রবার শ্রমিক মুক্তি পেয়েছেন। ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে ফাঁসিয়াখালী মুরুংঝিরি পাড়া এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে, গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) ফাঁসিয়াখালীর ছয়টি রাবার বাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ করা হয়েছিল। 

আরো পড়ুন: লামায় ২০ রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে অপহরণের শিকার ২০ জন শ্রমিকের নাম জানা গেছে। তারা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। তারা সবাই কক্সবাজার জেলার রামু, ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। মুক্তি পাওয়া বাকি ছয়জনের নাম-পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানান, ছয় বাগানের মালিক অপহৃত ২৬ জন শ্রমিকের জন্য অপহরণকারীদের ১০ লাখ টাকা দেন।

মো. ফোরকান নামে রাবার বাগানের এক মালিক বলেন, “দশ লাখ টাকা মুক্তিপণে শ্রমিকদের ছেড়ে দিয়েছে। অপহৃতদের মুক্তি দেওয়ার আগে অনেককে মারধর করা হয়েছে। বর্তমানে তারা কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।” 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, “অপহৃত শ্রমিকদের উদ্ধারে গত ১৬ ফেব্রুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান চলছিল। মঙ্গলবার ভোরে অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দেয়। মুক্তিপণ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত