সরেজমিনে আজ বিকেলে টেকনাফ স্থলবন্দরে গিয়ে দেখা যায়, ট্রলার থেকে শ্রমিকেরা পেঁয়াজ খালাস করছেন। মিয়ানমার থেকে পণ্য আসায় শ্রমিকেরা খুশি। স্থলবন্দরের শ্রমিকনেতা আলী আজগর মাঝি বলেন, স্থলবন্দরের ছয়টি জেটির মধ্যে পাঁচটি জেটি খালি পড়ে আছে। আমদানি-রপ্তানি কার্যক্রম না থাকায় প্রায় ছয় শতাধিক শ্রমিক অলস সময় পার করছেন।
স্থলবন্দরের শ্রমিকনেতা মাঝি কবির আহমদ বলেন, গত ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। তবে থেমে থেমে মিয়ানমার থেকে কিছু কিছু পণ্য আসছে। দীর্ঘদিন ধরে সীমান্ত বাণিজ্যে একধরনের অচলাবস্থা চলছে। এ কারণে ব্যবসায়ী ও শ্রমিকেরা দুশ্চিন্তায় জীবন যাপন করছেন।