মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে মঙ্গলবার (১ এপ্রিল) এক মিনিট নীরবতা পালন করেছে কর্তৃপক্ষ। এই স্মরণসভা এমন সময় আয়োজন করা হলো-যখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চলছে। সেখানে বেঁচে যাওয়া মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাবার, পানি ও আশ্রয় প্রয়োজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি জানান, মৃতের সংখ্যা ২৭১৯-এ পৌঁছেছে এবং এটি ৩০০০ ছাড়িয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, ৪৫২১ জন আহত হয়েছে এবং ৪৪১ জন এখনও নিখোঁজ রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্ডালয়ে জান্তা সরকারের আহ্বানে আজ স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ভূমিকম্পে নিহত মানুষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শুক্রবার ঠিক এই সময়ে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
শহরের অন্যতম ভয়াবহ বিপর্যয়ের স্থান-স্কাই ভিলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে উদ্ধারকর্মীরা থেমে গিয়ে হাত পিছনে রেখে নিহতদের শ্রদ্ধা জানান।
একটি উদ্ধার শিবিরে বাঁশের খুঁটিতে বাঁধা মিয়ানমারের পতাকা অর্ধনমিত রাখা হয়। কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিরা একটি কর্ডনের পেছনে দাঁড়িয়েছিলেন, যখন শ্রদ্ধা জানাতে সাইরেন বাজছিল এবং দূরে স্বজনরা শোক পালন করছিলেন।
ভূমিকম্পে নিহতদের স্মরণে মিয়ানমারে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।