Homeদেশের গণমাধ্যমেমা ইলিশ ধরার অভিযোগে সারা দেশে গ্রেপ্তার ২ হাজার ৫২ জন

মা ইলিশ ধরার অভিযোগে সারা দেশে গ্রেপ্তার ২ হাজার ৫২ জন


ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অভিযোগে গতকাল রোববার পর্যন্ত পূর্ববর্তী ২২ দিনে সারা দেশে ২ হাজার ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আটক করা হয়েছে ২৬ হাজার ৯২ কেজি ইলিশ।

আজ সোমবার নৌ পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর (গতকাল) পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ নির্দেশনা বাস্তবায়নে দেশব্যাপী নৌ পুলিশের সব অঞ্চল বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। ইলিশসমৃদ্ধ নৌ পুলিশের চাঁদপুর অঞ্চল, বরিশাল অঞ্চল, ফরিদপুর অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে অভিযান চালিয়ে ২৬ হাজার ৯২ কেজি ইলিশ আটক করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ২ হাজার ৫২ জনকে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত