Homeদেশের গণমাধ্যমেমার্কিন প্রেসিডেন্টকে শপথ পড়ান যিনি

মার্কিন প্রেসিডেন্টকে শপথ পড়ান যিনি


যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তাকে শপথ পাঠ করিয়েছেন দেশটির প্রধান বিচারপতি।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, শপথ গ্রহণের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কিছু নির্দিষ্ট বাক্য উচ্চারণ করতে হয়, যেগুলো শপথের মূল অংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা যে শপথ বাক্যটি পড়েন, তা হলো: আমি সর্বান্তঃকরণে শপথ করছি (অথবা নিশ্চিত করছি) যে, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করব এবং আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশের সংবিধান সংরক্ষণ করব, একে সুরক্ষা দেব এবং এর প্রতিপালন করব।

এটি হলো প্রেসিডেন্ট শপথের মূল বাক্য, তবে এই রীতি বিভিন্ন সময় ও পরিস্থিতিতে কিছুটা পরিবর্তিত হয়েছে। প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় শপথে প্রশ্নবোধক বাক্য ছিল। উদাহরণস্বরূপ, ‘আপনি জর্জ ওয়াশিংটন, সর্বান্তঃকরণে শপথ নিচ্ছেন.. কি না?’ তখন তাকে ‘হ্যা‘ বলে উত্তর দিতে হতো। পরবর্তীতে এই রীতি পরিবর্তিত হয়ে এখন প্রেসিডেন্ট শপথ বাক্যটি পড়েন, বাক্য অনুসরণ করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ নেওয়ার সময় একটি প্রথা রয়েছে, যেখানে বাইবেলের ওপর হাত রেখে শপথ নিতে হয়। শপথ বাক্যটি উচ্চারণ করার সময় ডান হাত ওপরে থাকে, বাঁ হাত থাকে বাইবেলের ওপর। এই প্রথা ১৭৮৯ সালে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় থেকেই শুরু। তিনি বাইবেলে হাত রেখে শপথ নিয়েছিলেন এবং তার পরবর্তী প্রেসিডেন্টরাও একই প্রথা অনুসরণ করেছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত