রাজবাড়ীতে কলেজছাত্র তানভীর শেখ হত্যা মামলায় প্রধান আসামি সবুজ ব্যাপারী দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন মারধর করার প্রতিশোধ নিতে তিনি ও তাঁর লোকজন তানভীরকে ছুরি মেরে হত্যা করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন সবুজ ব্যাপারী (২২)। রাতে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থানাধীন হরিরামপুর পদ্মার চর থেকে সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার শহিদ ব্যাপারীর ছেলে।