চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মায়ের জানাজা পড়তে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার নান্দুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কৃষকের নাম ইয়াছিন প্রধান (৬২)। তাঁর বাড়ি উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামে। তিনি এক ছেলেসন্তানের বাবা। চার ভাই ও তিন বোনের মধ্যে ইয়াছিন সবার বড় ছিলেন। তিনি এলাকায় কৃষিকাজ করতেন।
ইয়াছিন প্রধানের ছেলে সায়মন হোসেন বলেন, একই দিন তাঁর বাবা ও দাদির মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। এক দিনে দুজনের মৃত্যু মেনে নেওয়া কঠিন। তবু মানতে হচ্ছে।