মানিকগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ওপর সশস্ত্র হামলা, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে রাজ্জাকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবদুর রাজ্জাক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১১টার দিকে ধানমন্ডি এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।