মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাতে সদর থানার ওসি আমান উল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয় পোড়ানোসহ তিনটি মামলা রয়েছে।
ওসি আমান উল্লাহ বলেন, গোপন সংবাদ পেয়ে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রাজাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল রাজ্জাক রাজাকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।