Homeদেশের গণমাধ্যমেমানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা

মানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা


মানিকগঞ্জে শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিক বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে পরিবেশ অধিদপ্তর ও গ্রিন সেভার্সের যৌথ উদ্যোগে কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব, পরিবেশ বিষয়ক জাতীয় পুরস্কার পাওয়া সংগঠন গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান রনি ও মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পরিচালক মনোয়ার ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহম্মদ আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের শিক্ষক মো. আব্দুল কাইয়্যূম।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সাইফুল আশ্রাবের তত্ত্বাবধানে ‘শব্দদূষণ’ এবং গ্রিন সেভার্সের আহসান রনি ‘ঢাকা ও সিঙ্গেল ইউজড প্লাস্টিক’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালাটি সম্পন্ন করেন। কর্মশালা শেষে বিশেষ কুইজের আয়োজন করা হয়। যেখানে ২০ জন ছাত্র-ছাত্রীকে পরিবেশবান্ধব পুরস্কার প্রদান করা হয়।

এ বিষয়ে গ্রিন সেভার্সের ভাইস প্রেসিডেন্ট আহসান রনি বলেন, পরিবেশ অধিদপ্তরের সহায়তায় যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করছে গ্রিন সেভার্স। এর আওতায় আমরা ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছি। আমাদের লক্ষ্য, ভবিষ্যতের নাগরিকদের এখন থেকে পরিবেশ বিষয়ে সচেতন করে তোলা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ আমাকে আনন্দিত করেছে।

কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহম্মদ আব্দুল হালিম বলেন, আমরা সব সময়ই আমাদের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি সৃজনশীল করে গড়ে তুলতে নানা আয়োজন করি। পরিবেশ রক্ষায় আজকের এই আয়োজন শিক্ষার্থীদের নতুন কিছু শেখাবে যা, দেশের কাজে আসবে। শিক্ষার্থীদের মানুষ হিসেবে মানবিক মর্যাদাবোধও বিকশিত হবে।

মো. আবুল কালাম আজাদ বিপুল বলেন, দায়িত্বশীলতার অভাব ও নিজেদের ভবিষ্যতের প্রতি অসচেতনতার কারণেই মানুষ এমনটা করছে। একজন দায়িত্বশীল মানুষ কখনো যেখানে–সেখানে ময়লা বিশেষ করে পরিবেশ ধ্বংসকারী উপাদান ফেলতে পারে না। পরিবেশ সুস্থ থাকলে আমরাই সুস্থ থাকব, সুতরাং, পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত