বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরা এলাকার মো. আবদুল মতিন মোল্লার ছেলে। আবদুল মতিন দিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। একই মামলায় বাবা ও ছেলে দুজনই এজাহারভুক্ত আসামি।