হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:১৬, ৫ এপ্রিল ২০২৫
আটক তানভীর চৌধুরী
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় তানভীর চৌধুরী (৩৫) নামে এক ছেলে মাদক সেবনের টাকার জন্য মাকে কুপিয়ে আহত করেছে।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে তাকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আহত মা রাহেনা বেগম (৬০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আটক তানভীর নবীগঞ্জ উপজেলার শান্তিপাড়া গ্রামের জুনেদ চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, মাদকসেবী ছেলে শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি ফিরে দেখেন তার মা রাহেনা বেগম ভাত খাচ্ছেন। এ সময় মাদক সেবনের জন্য টাকা চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে তানভীর ক্ষিপ্ত হয়ে তার মাকে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।
এদিকে এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ রাত ১০টার দিকে গ্রাম থেকে তানভীরকে আটক করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “এ ঘটনায় মামলা দায়ের হবে এবং তানভীরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।”
ঢাকা/মামুন/টিপু