Homeদেশের গণমাধ্যমেমাদক মামলায় ব্যবসায়ীর তিন বছরের কারাদণ্ড

মাদক মামলায় ব্যবসায়ীর তিন বছরের কারাদণ্ড


রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় ৩৩৬টি বিয়ার ক্যান জব্দসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জাকির হোসেন মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাহান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির হন। রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সূত্রে বিষয়টি জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ মার্চ রাজধানীর চকবাজার মডেল থানার রাজারঘাটে নামার বেড়িবাঁধ এলাকা দিয়ে ৪টি পলিথিনের ব্যাগে করে ১৪ কেসে ৩৩৬টি বিয়ার ক্যান বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আসামি জাকির হোসেন মোল্লা। এসময় চকবাজার থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিয়ারসহ আটক করে।

এ ঘটনায় ওইদিনই তার বিরুদ্ধে চকবাজার মডেল থানায় পুলিশ উপপরিদর্শক এসএম জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৯ মার্চ আসামি জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন চকবাজার মডেল থানার উপপরিদর্শক মল্লিক আব্দুল হালিম। এরপর ২০১৮ সালের ২৭ মে মামলাটির চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১২ জনের মধ্যে চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত