Homeদেশের গণমাধ্যমেমাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার

মাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার


কুমিল্লার চৌদ্দগ্রামে মদ তৈরির একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। রোববার (৩০ মার্চ) রাত ৯টা থেকে শুরু করে ১১টা পর্যন্ত এ অভিযান চলে।

এ সময় মাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার হয়েছে। এ সঙ্গে জড়িত ও সেবনকারীসহ চারজনকে আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

আটকরা হলেন- জোড়কানন এলাকার মৃত হরিচরন রবিদাসের ছেলে দিলীপ রবিদাস, পূর্ব জোরকানন এলাকার মৃত রকি দাসের ছেলে সুমন রবিদাস, পৌরসভা রামরায় গ্রামের এলাকার শাহিন মিয়ার ছেলে ফখরুল ইসলাম এবং নাটাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে রোকন মিয়া।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের মুচিপট্টিতে সেনাবাহিনীর নেতৃত্বে, চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন বলেন, গত ২২ মার্চ চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা সময় আমরা জানতে পারে এখানে মদ তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়। ঈদে তারা মদের উৎপাদন এবং সাপ্লাই আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, রোববার রাতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টির মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এই অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ, সাংবাদিক এবং সচেতন জনগণের পজেটিভ ভূমিকা ছিল।

চৌদ্দগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক মহিন উদ্দিন জানান, সেনাবাহিনীর অভিযানে বিপুল মদসহ চারজনকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত